আসিফের গান ভালোবাসে না এমন কোন মানুষ আছে কিনা আমাদের জানা নাই তবে আসিফের এই সেরা গানগুলো আমরাই দিচ্ছি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এখানে আপনি পাবেন আসিফের বাছাই করা সেরা গান যে গানগুলো অডিও আকারে দেয়া হয়েছে। গান বুঝার এবং নিজে গান গাওার জন্য আমরা এখানে আসিফের গানের লিরিক্স দিয়েছি যা অনুসরণ করে আপনি নিজে নিজে গান গাইতে পারেন। আসিফের অনেকগুলো গানের অ্যালবাম রয়েছে এবং আসিফের বিখ্যাত অনেক গান রয়েছে আমরা এখানে সেরা সকল গান দিয়েছি। আসিফের কষ্টের এবং আসিফের বিরহের গান অনেক বেশি শুনতে ভালোবাসে আর আমরা এখানে আসিফের নতুন গান, আসিফের কষ্টের গান এবং আসিফের বিরহের গান একসাথে দিয়েছি।




তোমাকে পাওয়া এখন:


তোমাকে পাওয়া এখন আকাশ থেকে

সূর্যটা কেড়ে নেয়ার মতন

তোমাকে পাওয়া এখন সাত সাগর আর

তের নদী পাড়ি দেয়ার মতন

তুমি মনটাকে ভেঙেচুরে

চলে গেছো বহুদূরে

তুমি মনটাকে ভেঙেচুরে

চলে গেছো বহুদূরে।


সুখের ভাবনাতে

তোমাকে এখন যত পাই

তারও বেশি পাই

বিরহে যখন ডুবে যাই।

সুখের ভাবনাতে

তোমাকে এখন যত পাই

তারও বেশি পাই

বিরহে যখন ডুবে যাই।


তোমাকে পাওয়া এখন ঝিনুক থেকে

মুক্তোটা তুলে নেয়ার মতন।

তুমি মনটাকে ভেঙেচুরে

চলে গেছো বহুদূরে।

তুমি মনটাকে ভেঙেচুরে

চলে গেছো বহুদূরে।


আশার প্রদীপ জ্বেলে

থেকেছি আমি কতবার

রাত শেষে আসে দিন

আসোনা তুমি ফিরে আর।

আশার প্রদীপ জ্বেলে

থেকেছি আমি কতবার

রাত শেষে আসে দিন

আসোনা তুমি ফিরে আর।

তোমাকে পাওয়া এখন আগুন থেকে

জলন্ত হীরে আনার মতন।

তুমি মনটাকে ভেঙেচুরে

চলে গেছো বহুদূরে।

তোমাকে পাওয়া এখন আকাশ থেকে

সূর্যটা কেড়ে নেয়ার মতন

তোমাকে পাওয়া এখন সাত সাগর আর

তের নদী পাড়ি দেয়ার মতন

তুমি মনটাকে ভেঙেচুরে

চলে গেছো বহুদূরে

তুমি মনটাকে ভেঙেচুরে

চলে গেছো বহুদূরে।